Home / স্বাস্থ্য / টাইফয়েড প্রতিরোধে করণীয়
typid vacc===

টাইফয়েড প্রতিরোধে করণীয়

আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। টাইফয়েড জ্বর থেকে বাঁচতে হলে এ নিয়মগুলো মেনে চলতে হবে।

* বিশুদ্ধ পানি পান করা। * খাবার ভালোভাবে রান্না করে খাওয়া। * হাতে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা। * ফলের খোসা ছাড়িয়ে খাওয়া। * গণটয়লেট ব্যবহারের পর হাত ধোয়া। * যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা।

বাচ্চাকে টাইফয়েড ভ্যাকসিন কেন দেবেন : টাইফয়েড বাংলাদেশে একটি সাধারণ ও মারাত্মক পানি এবং খাবারবাহিত রোগ। বিশেষ করে শিশুদের মধ্যে এর জটিলতা ও মৃত্যুহার বেশি। Typhoid Conjugate Vaccine (TCV) দেওয়ার প্রধান কারণগুলো হল :

১. টাইফয়েড থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা। এ ভ্যাকসিন প্রায় পাঁচ-সাত বছর পর্যন্ত সুরক্ষা দেয়। একবার ইনজেকশনেই দীর্ঘস্থায়ী ইমিউনিটি তৈরি হয়।

২. এ ভ্যাকসিন ছোট বাচ্চাদের জন্য কার্যকর। আগের Vi polysaccharide ভ্যাকসিন দু বছরের নিচে কার্যকর ছিল না। TCV ৯ মাস বয়স থেকেই দেয়া যায় এবং ভালো ইমিউন প্রতিক্রিয়া তৈরি করে।

৩. এটি শিশুর দেহে মারাত্মক জটিলতা প্রতিরোধ করতে সহায়তা করে। টাইফয়েড হলে হতে পারে, অন্ত্রের আলসার ও ছিদ্র (intestinal perforation)। মারাত্মক ডায়রিয়া বা ডিহাইড্রেশন। মস্তিষ্কের প্রদাহ (encephalopathy) একাধিক অঙ্গের ক্ষতি থেকে ভ্যাকসিন এসব ঝুঁকি অনেক কমিয়ে দেয়।

৪. এ ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে সহায়ক। টাইফয়েডে অনেক সময় drug-resistant ব্যাকটেরিয়া পাওয়া যায়। ভ্যাকসিন দিলে রোগের সংখ্যা কমে? অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের সুযোগ কমে যায়।

৫. এটি নিরাপদ এবং শিশুদের দেহে ভালোভাবে সহনযোগ্য। পার্শ্বপ্রতিক্রিয়া খুব বেশি কিছু নয়। ইনজেকশন স্থানে ব্যথা, লালভাব বা সামান্য জ্বর। গুরুতর প্রতিক্রিয়া অত্যন্ত বিরল।

৬. টাইফয়েড ভ্যাকসিন শিশুর সামাজিক সুরক্ষা (Herd Immunity) নিশ্চিত করে। বেশিসংখ্যক শিশু ভ্যাকসিন নিলে, স্কুল ও পাড়ায় রোগ ছড়ানো অনেক কমে যায়। যারা ভ্যাকসিন নিতে পারেনি, তারাও সুরক্ষা পায়।

শেষ কথা

Typhoid Conjugate Vaccine (TCV) আপনার সন্তানের জীবন বাঁচাতে পারে—এটি শুধু রোগ প্রতিরোধ নয়, বরং চিকিৎসা খরচ, স্কুল মিসিং এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য জটিলতা থেকেও রক্ষা করে।

লেখক :ডা.মো.কামরুজ্জামান কামরুল, সহযোগী অধ্যাপক,পালমনোলজি বিভাগ , বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

১৭ সেপ্টেম্বর ২০২৫
এ জি