চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও তাদেরকে কলেজের বিদ্যোৎসাহী সদস্য মো. সাইফুল ইসলাম প্রধান ফরহাদের উদ্যোগে উপহার স্বরুপ ২শতাধিক কলেজ ব্যাগ দেয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মোঃ মামুনুর রশিদ মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ ফজলুল হক। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আবুল খায়ের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের বিদ্যুৎসাহী সদস্য মোঃ ইউসুফ মিয়াজী, মিজানুর রহমান, সমাজ হিতৈষী আলমগীর হোসেন স্বপন প্রমুখ।
এ সময় কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সাইফুল ইসলাম প্রধান ফরহাদের উদ্যোগে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের মাঝে কলেজ ব্যাগ উপহার দেয়া হয়। নতুন ব্যাগ উপহার পেয়ে উচ্ছাস্বিত শিক্ষার্থীরা। এ ব্যাপারে কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সাইফুল ইসলাম প্রধান ফরহাদ বলেন, আমি শিক্ষার্থীদের পাশে থাকতে পারায় আনন্দিত। ভবিষ্যতে শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur