Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / মহিলা দল সুসংগঠিত বলেই নারীরা রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে : ইঞ্জি. মমিনুল হক
মহিলা

মহিলা দল সুসংগঠিত বলেই নারীরা রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে : ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন মহিলা দলের আয়োজনে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুর গ্রামে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, বাংলাদেশের নারীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে আসছে। কারণ তিনি নারীদের জন্য প্রেরণার উৎস। জাতীয়তাবাদী মহিলা দল সুসংগঠিত বলেই নারীরা রাষ্ট্র গঠনে অগ্রনী ভূমিকা রাখতে পারছে। নারীদের ভোটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।

রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোজাহার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,
পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম,শাহরাস্তি উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি।

এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ আলম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মনিরুল ইসলাম, আবুল হাসেম সাধারণ সম্পাদক মোঃ মনজুর হোসেন, ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম দিদার, মোঃ মোশারফ হোসেন, সাবেক ইউপি সদস্য হেমায়েতুল ইসলাম সুমন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন মহিলা দলের সভাপতি রৌশনারাসহ বিএনপি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানান এবং দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫