সৌন্দর্য দিয়ে সীমারেখা ভেঙেছেন পাকিস্তানের তারকা হানিয়া আমির। গোটা উপমহাদেশে তার অগণিত ভক্ত। এবার বাংলাদেশের ভক্তদের জন্য সুখবর। প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানি জনপ্রিয় এই তারকা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তার মাধ্যমে হানিয়া তার ঢাকা আসার বিষয়টি নিজেই জানিয়েছেন। সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। ভিডিও বার্তায় হানিয়া আমিরকে বলতে শোনা গেছে, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।’
জানা গেছে, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার সুবাদে ব্র্যান্ডটির প্রচারণায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, তাদের আমন্ত্রণে শিগগিরই ঢাকায় আসবেন এই তারকা। তবে ঠিক কোন তারিখে তিনি আসবেন, তা পরে জানানো হবে।
হানিয়া আমিরকে সবশেষে দেখে গিয়েছিল, চলতি বছরে ২৭ জুন মুক্তি প্রাপ্ত ‘সর্দারজি ৩’ ছবিতে। পহেলগাঁও কাণ্ডের পর সামাজিকমাধ্যমে পাকিস্তানি তারকাদের বয়কটের ডাক দেওয়া হয়। ফলে ‘সর্দারজি ৩’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও ভারত মুক্তি দেওয়া হয়নি। এতে হানিয়া-দিলজিৎ ছাড়াও অভিনয় করেছেন নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবা প্রমুখ।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৬ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur