চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একদশ শ্রেণীর নবীণ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাস ও ছাত্রী ক্যাম্পাসে পৃথক ছাত্র-শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি যাতে, আল আমিন একাডেমীকে আগের অবস্থানে ফিরে নেয়া যায়। এ জন্য অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব নিতে হবে। অভিভাবকদের দায়িত্ব আপনার সন্তানকে এখানে ভর্তি করিয়ে শেষ না। আপনার সন্তান ক্লাসে ঠিক মত আসে কিনা। সে পরিক্ষায় অংশগ্রহণ করলো কি না। তার রেজাল্ট কেমন হচ্ছে। এই দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনাকে সকল খোজ-খবর নিতে হবে। আমরা এখান থেকে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট চাই না, আল আমিন একাডেমী থেকে শিক্ষার্থীরা ভালো মানুষ হোক আমরা চাই। ভালো মানুষ হলে, ভালো রেজাল্টও হয়। এ জন্য ভালো রেজাল্টের পাশাপাশি নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে একজন শিক্ষার্থী গড়ে উঠতে পারে এটাই ছিলো আল আমিন একাডেমীর প্রধান টার্গেট। প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিয়মের ভিতরে আসতে হবে। তোমাদেরকে দিনের পড়া দিনে শেষ করতে হবে। শিক্ষকদের কাছ থেকে তোমার অধিকার আদায় করে নিতে হবে।
ছাত্রী ক্যাম্পাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সদস্য এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমীর সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, ছাত্রী শাখার ইনচার্জ ফারজানা আক্তার।
প্রভাষক জয়নাল আবেদন ও শামছুন নাহার এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম মোস্তফা, অধ্যাপক শাহ আলম, অধ্যাপক মাহবুবুর রহমান। কুরআন তেলাওয়াত করেন মাহমুদুল হাসান, ছাত্রী শাখায় মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জারিন তাসরি।
স্টাফ রিপোর্টার/ ১৬ সেপ্টম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur