চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজের সিনিয়র সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি’র বক্তব্যে কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী বলেন, আমি নবাগত সকল শিক্ষার্থীদের স্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সদরের প্রথম বেসরকারি কলেজ এটি। আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব কলেজটি প্রতিষ্ঠা করেছেন। তিনি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এটি তৃণমূল পর্যায়ে নারীদের জন্য নিরাপদ প্রতিষ্ঠান। সন্ত্রাস ও মাদকমুক্ত প্রতিষ্ঠান। এ কলেজের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। শিক্ষকরা যথেষ্ট মেধাবী ও আন্তরিক। এ কলেজে সকল বিষয়ে দক্ষ শিক্ষক রয়েছে। আশা রাখি আগামীতেও তোমরা ভালো ফলাফল করবে। গভর্নিং বডি, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ের প্রতিষ্ঠানে এগিয়ে নিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রধানগণ এসেছে। তোমাদের মোবাইল আসক্তি কমাতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। বাল্যবিবাহ রোধ করতে হবে।ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আজকে যারা নবীন তাদের জন্য এ দিনটি খুবই গুরুত্বপূর্ন। শিক্ষার্থীরা খুবই চমৎকার বক্তব্য দিয়েছে। তোমারাই আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তোমাদের সেভাবে গড়ে উঠতে হবে। এ কলেজে শিক্ষার মান অনেক ভালো। এটি মফস্বলের একটি গ্রাম পর্যায়ে কলেজ। স্বল্প বেতনে এখানে পড়াশোনার সুযোগ রয়েছে। সরকারি বিধি মোতাবেক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনা হবে।
কলেজের ইংরেজী বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, জ্যেষ্ঠ প্রভাষক মো: জিয়াউর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মো: হানিফ মিয়া, জ্যেষ্ঠ প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মানিক মিয়া, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক ফরিদা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, কলেজের প্রভাষক সুমা রানী পাল, প্রভাষক মনোয়ারা আক্তার, প্রভাষক মোছা: হাবিবা আক্তার রানী, লাইব্রেরী শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সায়মা আক্তার, তাবাচ্চুম আক্তার নাভাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন ও শিক্ষার্থীদের হাতে ক্লাস রুটিন তুলে দেন প্রধান অতিথি কলেজের আজীবন দাতা সদস্য সোহেল রুশদীসহ শিক্ষকবৃন্দগণ।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজের জেষ্ঠ্য প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজের সিনিয়র সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
স্টাফ রিপোর্টার/ ১৫ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur