চাঁদপুরের শাহরাস্তিতে অসুস্থ বাবাকে দেখা হলো না পুলিশ সদস্যের। কুমিল্লার লালমাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন (৩১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা- মগবাড়ি সড়কের পশ্চিম চেঙ্গাহাটায় মোড়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ঘড়িমন্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি লালমাই থানায় ( কম্পিউটার অপারেটর) পদে কর্মরত ছিলেন। ১৫ আগষ্ট তিনি লালমাই থানায় যোগদান করেন, আগে তিনি হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। ২০১৩ সালের মার্চ মাসে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
নিহতের পিতা বেলাল হোসেন বলেন, ছেলে আমার অসুস্থতার খবর শুনে বাড়ি আসার পথে দূর্ঘটনায় নিহত হয়। আমার ছেলের বউ ও ১ নাতি এবং ১ নাতনি রয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির উঠোনে পিছলে পড়ে রিয়াজের বাবা বেলাল হোসেনের একটি হাত ভেঙে যায়। বিষয়টি জানতে পেরে রিয়াজ ছুটি নিয়ে গতকাল শনিবার রাত ১১টার পর নিজের মোটরসাইকেলে বাগমারা-মগবাড়ি সড়ক দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কর্মস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের ডোবায় পড়ে যান।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা বেলাল হোসেন বলেন, ছেলে ছুটি নিয়ে আমাকে দেখতে বাড়ি আসতেছিল। কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী ছুটিতে পাঠাল।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম জানান, কম্পিউটার অপারেটর রিয়াজের পিতার অসুস্থতার খবর শুনে সে বাড়ি যাওয়ার জন্য ছুটি নেয়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি রওয়ানা হলে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারে সজোরে ধাক্কায় মুখমণ্ডল সহ থুতনিতে মারাত্মক আঘাত প্রাপ্ত হন।পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ১৪ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur