শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। ১-৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি পাবেন তারা। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী,দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি। ২ অক্টোবর বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি।
পরের দুদিন ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ১-৪ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মচারীদের টানা ৪ দিনের ছুটি মিলবে।
উল্লেখ্য, সাধারণত সরকারি কর্মচারীদের ঈদে তিন দিন করে ও দুর্গাপূজায় একদিন ছুটি থাকে। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। ২০২৫ সালের দু’ঈদ মিলিয়ে ১১ দিন ছুটি এবং শারদীয় দুর্গাপূজার ছুটি দু’দিন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। গত বছরের ১৭ অক্টোবর ছুটির তালিকা অনুমোদন করা হয়। সে অনুযায়ী ছুটির তালিকা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৪ সেপ্টেম্বর ২০২৫
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur