Home / সারাদেশ / হাতের ছোঁয়া ছাড়াই নলকূপে ঝরছে পানি বছরের পর বছর
হাতের

হাতের ছোঁয়া ছাড়াই নলকূপে ঝরছে পানি বছরের পর বছর

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা ছোট্ট গ্রাম ভাবেরমুড়া এখন দেশ-বিদেশে পরিচিত একটি নলকূপের কারণে। এই নলকূপের সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এটি চাপ না দিলেও অবিরাম পানি ঝরতে থাকে। বছরের পর বছর এমনটি হয়ে আসছে।

প্রায় দুই যুগ আগে গ্রামের প্রাণকেন্দ্র পাক দরবার শরিফের পাশে বসানো হয় এই নলকূপটি, তখনই গ্রামের ভয়াবহ পানির সংকট ছিল। খননের পরদিন থেকেই পানি বের হতে শুরু করে এবং আজ পর্যন্ত সেই ধারা থামেনি।

গ্রামের প্রবীণ শফিকুর রহমান বলেন, ‘জীবনে অনেক নলকূপ দেখেছি, এমনটা দেখিনি। কোনো চাপ ছাড়াই পানি ঝরছে বছরের পর বছর। আল্লাহর রহমত ছাড়া এটি সম্ভব নয়।’

নলকূপের পানি শুধু ভাবেরমুড়া নয়, আশপাশের পাঁচ-ছয়টি গ্রাম এবং ভারতের ত্রিপুরা থেকে আসা মানুষও ব্যবহার করে। কেউ পানির জন্য, কেউ ওজুর জন্য, কেউ আবার রোগ সারানোর ওষুধ হিসেবে মনে করেন।

স্থানীয় কৃষক মিজানুর রহমান জানান, খরা মৌসুমেও পাশের গ্রামের চাষ বন্ধ থাকলেও আমরা এই পানির মাধ্যমে আমাদের জমি সেচ দিই। ফলে ফলনও ভালো হয়।

দরবার শরিফের খাদেম মাওলানা কাজী দিদারুল হক বলেন, অনেকে বলে এই পানি দিয়ে রোগ ভালো হয়েছে। আমরা এটাকে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত হিসেবে দেখি।

স্থানীয়রা দাবি করেছেন, এই নলকূপের পানি খাল-বিলের মাধ্যমে আশপাশের কৃষিজমিতেও পৌঁছে যাচ্ছে। ফলে খরা মৌসুমেও এখানে চাষিরা পানির সংকটে পড়েন না।

এমন একটানা পানি ঝরার পেছনে এখনো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনও বিষয়টি নিয়ে কোনো তদন্ত করেনি। তবে গ্রামবাসীর দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। 

চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৪ সেপ্টেম্বর ২০২৫