Home / উপজেলা সংবাদ / কচুয়ায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন
জশনে

কচুয়ায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন

মহা-পবিত্র ঈদে মিলাদুন্নবী (দুরুদ) উদযাপন উপলক্ষে চাঁদপুরের কচুয়ার নলুয়া বাজারে হাসপাতাল মাঠ থেকে শনিবার দুপুরে একটি বিশাল র‌্যালী বের করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খতিব, শিক্ষক, পেশাজীবি, সমাজসেবক, সামাজিক সংগঠন ও রাজনীতিবীদসহ সর্বস্তরের হাজার হাজার নবী (দ:) প্রেমিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।

র‌্যালিটি নলুয়া, সাহেদাপুর, দৌলতপুর, মনোহরপুর ও কচুয়া-কালিয়াপাড়া প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নলুয়া বাজার হাসপাতাল মাঠে এসে প্রথম অধিবেশন সমাপ্তি ঘটে।

পরবর্তীতে বাদ আছর ঈদে মিলাদুন্নবী (দুরুদ)-এর দ্বিতীয় অধিবেশনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমামে রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ পীর সাহেব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী (মা.জি.আ)।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, মালেশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভারসিটির সাবেক লেকচারার ড. মাওলানা মোঃ সাইফুল ইসলাম আযহারী। উদ্বোধক হিসেবে ছিলেন, মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মোঃ জহিরুল ইসলাম পাটওয়ারী।

এমসময় হাফেজ ক্বারী মুফতি সৈয়দ আলাউদ্দিন আযহারী, উপাধ্যক্ষ হযরত মাও. মুফতি আবুল হাশেম শাহ মিয়াজী, জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সহ-সভাপতি মোস্তফা সারওয়ার মিয়াজী, হাফেজ মো. আবুল হোসেন, জহিরুল ইসলাম দুলাল, সাধারন সম্পদাক ফয়সাল আহমেদ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের আল মাহমুদ দীপু, অর্থ সম্পাদক মোস্তফা কামাল সোহেল, প্রচার সম্পাদক মেহেদী হাসানসহ দেশ বরেণ্য ও মিডিয়া ব্যক্তিত্ব ক্বারী ও শায়েরগণ জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীতে অংশগ্রহন করেন।

জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) মিছিলের ব্যবস্থাপনায় ছিলেন, জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটি ৯নং কড়ইয়া ইউনিয়ন, কচুয়া, চাঁদপুর।

জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্দ্বাপন কমিটি ৯ নং কড়ইয়া ইউনিয়ন, দলুয়াবাজার, সাহেদাপুর, সার্বিক সহযোগিতায় ছিলেনঃ- আলা হযরত ঈমাম আহমদ রেজা খাঁ (রহঃ) পাঠাগার ও যুবকমিটি।

কচুয়া প্রতিনিধি/ ১৩ সেপ্টেম্বর ২০২৫