Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে অসুস্থ বিএনপি নেতার পাশে লায়ন মো. হারুনুর রশীদ
বিএনপি

ফরিদগঞ্জে অসুস্থ বিএনপি নেতার পাশে লায়ন মো. হারুনুর রশীদ

জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ানো মানুষই প্রকৃত আপনজন। রাজনীতিতে যিনি নেতাকর্মীদের সুখে-দুঃখে সবসময় এগিয়ে আসেন, তিনিই প্রকৃত অভিভাবক। এমনই মানবিক নেতৃত্বের পরিচয় দিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশীদ।

সম্প্রতি ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি নেতা স্বপন পাটোয়ারীর গুরুতর অসুস্থতার খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছেন তিনি। দুটি কিডনি নষ্ট হয়ে স্বপন পাটোয়ারী দীর্ঘদিন ধরে শারীরিক কষ্টে ভুগছেন। প্রতি মাসে নিয়মিত ডায়ালাইসিস চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে আর্থিকভাবে কঠিন হয়ে পড়েছিল।

রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য মো. আব্দুল জলিলের মাধ্যমে এ তথ্য সাবেক এমপির কাছে পৌঁছালে তিনি স্বপন পাটোয়ারীর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল কোম্পানি, সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ টুটুল পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান, উপজেলা প্রচার সম্পাদক সেলিম পাটোয়ারী, শ্রমিকদল নেতা আবুল কাসেম, ১৫নং ইউনিয়ন বিএনপির নেতা সালাম মোল্লা, আব্দুর রহিম, মিলন হোসেন, খোকন হোসেন, মো. ইউসুফ, মোহাম্মদ নবিদ হোসেন, শরিফ পাটোয়ারী, যুবদল নেতা দিপু পাটোয়ারী, সুমন বেপারী, মিন্টু ও জাকির হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ জানান, লায়ন মো. হারুনুর রশীদ সবসময়ই কর্মীদের খোঁজখবর রাখেন এবং বিপদে তাদের পাশে দাঁড়ান। তার এই মানবিক উদ্যোগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ১১ সেপ্টেম্বর ২০২৫