শাহরাস্তিতে উপজেলা পর্যায়ে (প্রাথমিক) বিদ্যালয়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নাজমা আক্তার ও ফারুক আহম্মদ মজুমদার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় বিশ্ব শিক্ষক দিবস-২৫ উদযাপন এবং প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। জানাযায় উপজেলার ৪টি ক্লাস্টার এর প্রধান শিক্ষক ৪জন ও সহকারী শিক্ষক ৪জন প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছেন।
এরমধ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক দুইজন শিক্ষক নির্বাচিত হওয়ার লক্ষ্যে (১০ সেপ্টেম্বর)বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৮জন শিক্ষক মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেন। উক্ত গুনী শিক্ষকদের মৌখিক পরীক্ষা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এবং মালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফারুক আহম্মদ মজুমদার গুণী সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে।
নির্বাচিত শিক্ষকদের অনুভূতি জানান, বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুনি শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
শ্রেষ্ঠ গুনী প্রধান শিক্ষক নাজমা আক্তার বলেন উপজেলা পর্যায়ে আমি শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। আশা করি জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হব ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়া কামনা করছি।
শ্রেষ্ঠ গুনী সহকারী শিক্ষক মোহাম্মদ ফারুক আহম্মদ মজুমদার জানান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আশা করি শাহরাস্তির সুনাম রক্ষার্থে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করব ইনশাল্লাহ। আমি সকলের দোয়া কামনা করছি।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ১১ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur