চাঁদপুরের শাহরাস্তিতে প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকদের প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিতে কার্যালয়ের সম্মুখে সাধারণ শিক্ষক সমিতির ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত শিক্ষকরা জানান, গঠনতন্ত্র বিরোধী ও অনুমোদনহীন একটি কমিটির পরিচিতি আমাদের সাধারণ শিক্ষকদের হতাশ করেছে। নিয়ম অনুযায়ী কোন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে তফসিল ঘোষণা করতে হয়, তা না করে কয়েকজন শিক্ষকদের নিয়ে একটি চক্র নিজেরাই একটা কমিটি গঠন করেছে। শাহরাস্তি উপজেলায় মোট ৭০০ জন শিক্ষকের মাঝে ৫০৫ জন শিক্ষক এই কমিটিকে অনাস্থা দিয়েছেন তাদের এই দাবি মেনে নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে পুনরায় সকল শিক্ষকদের নিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।
আলী আক্কাস পাটোয়ারির সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবদুর রহিম, পরানপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক মকবুল আহমেদ মজুমদার, বড়ুয়া সপ্রাবি’র প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, দেবকরা সপ্রাবি’র প্রধান শিক্ষক তাজুল ইসলাম, শাহরাস্তি সপ্রাবি’র সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস সুমি, ঘুঘুরচপ সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহদাত হোসেন, নুনিয়া সপ্রাবি’র সহকারী শিক্ষক দলিলুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ১০ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur