দিনাজপুরের হিলিতে ভাদ্র মাসের সকাল এবার যেন নতুন চমক নিয়ে হাজির হয়েছে। ভ্যাপসা গরমের মাঝেও সকাল বেলা দেখা মিলছে শীতকালের মতো কুয়াশার। এমন দৃশ্য দেখে বিস্মিত স্থানীয়রা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দেখা মিলে এই কুয়াশার।
অনেকেই বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতিতে।
এদিকে দিনাজপুর আবহাওয়া অফিস বলছে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, সেই সঙ্গে আকাশ মেঘলা হওয়ায় এবং সকালের দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা ৯০ ভাগ বা তারও বেশি হওয়ায় হালকা কুয়াশা দেখা দিয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ থেকে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের প্রবণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ৯ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur