কচুয়া-সাচার-গৌরীপুর ও হাজীগঞ্জ আঞ্চলিক সড়কের কচুয়ার উত্তর এলাকার প্রায় ১০ কিলোমিটার রাস্তার দু’পাশের ঝোপ-ঝাড় পরিস্কার করা হচ্ছে। গত ককেদিন ধরে কচুয়ার প্রবেশ পথ বারৈয়ারা থেকে আকানিয়া বিশ্বরোড পর্যন্ত এ পরিষ্কার অভিযান শুরু হয়। কচুয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রাকিবুল ইসলাম এর পরামর্শে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথক ভাবে এ পরিষ্কার অভিযান হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর শীতকে ঘীরে বিভিন্ন সময়ে এ আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় রাতে ও ভোরে ডাকাতি ও চুরির বেশকিছু ঘটনা ঘটে।
এসকল চুরি-ডাকাতিকালে রাস্তার দুই পাশে ঝোপ-ঝাড়ের মধ্যে ডাকাত ও চোর চক্র দলের সদস্যরা আগে থেকে লুকিয়ে থাকত। পরে যানবাহন সামনে আসলে ডাকাত দলের সদস্যরা ঝোপ-ঝাড় থেকে বেড়িয়ে যানবাহন গতিরোধ করে ডাকাতি করে ঝোপ-ঝাড়ের ভিতর আবার পালিয়ে যেতো। তাই চুরি ডাকাতিরোধে পরিষ্কারের এ পদক্ষেপ নেয়া হয়েছে। যাতে জনগণ রাস্তা দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে।
কচুয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও বিতারা ইউনিয়ন প্রশাসক মোঃ রাকিবুল ইসলাম মুঠোফোনে জানান, কচুয়া-সাচার-গৌরীপুর সড়কে বাচাইয়া থেকে সাচারের সাজিরপাড় পর্যন্ত আমার দুটি ইউনিয়নের রাস্তার দুপাশের ঝোপ-ঝাড় পরিস্কার করা হচ্ছে। প্রতিদিন ১০ জন শ্রমিক এই ঝোপ-ঝাড় পরিস্কার কাজে নিয়োজিত রয়েছে। এর ফলে সুফল যানবাহন চালক সহ এলাকার সর্বস্তরের মানুষ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur