চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ আলগী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান অভিযানে নেতৃত্ব দেন। এসময় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অংশ নেন।
সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদগঞ্জে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র তৈরি হচ্ছে এমন সংবাদে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ২৪টি দেশীয় অস্ত্র। এর মধ্যে রয়েছে ১৪টি বড় ছুরি, ৭টি চাপাতি এবং ৩টি ছোট ছুরি।
উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানায়, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার হওয়ায় কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, সন্ত্রাসমুক্ত ও শৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ফরিদগঞ্জসহ সারাদেশে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৭ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur