ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরের ফরিদগঞ্জে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা গাউছিয়া কমিটির উদ্যোগে চরপাড়া মোহাম্মদীয়া তৈয়্যবিয়া মাদ্রাসার সামনে থেকে একটি বর্ণাঢ্য জশনে জুলুস বের হয়।
কালিমা খচিত পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা মাঠে এসে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
ঢাকা মহানগর গাউছিয়া কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত এ জশনে জুলুসে অংশ নেন গাউছিয়া কমিটির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। র্যালি চলাকালে সর্বত্র উচ্চারিত হচ্ছিল, নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ, সাথে পাঠ করা হয় হামদ, নাত ও দরুদ শরিফ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী, গাউছিয়া কমিটির নেতা আলহাজ্ব আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান মনু ভূঁইয়া, বিল্লাল হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাহাঙ্গীর আলম, মাওলানা জহিরুল ইসলাম আলকাদেরী, হাফেজ মজিবুল হক আনসারী, মাওলানা আ.ন.ম শাহাজালাল, মাস্টার আছিম উদ্দিন, হাফেজ সাইফুল ইসলাম আলকাদেরী প্রমুখ।
মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।
প্রতিবেদক: শিমুল হাছান, ৭ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur