Home / খেলাধুলা / উপাদী উত্তরে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টর্ণামেন্টের সেমিফাইনাল সম্পন্ন

উপাদী উত্তরে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টর্ণামেন্টের সেমিফাইনাল সম্পন্ন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল (সিজন-১ ও সিজন -২) অনুষ্ঠিত হয়। শুক্রবার ও শনিবার বিকেলে ডিংগাভাংগা উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলায় (সিজন -১) চাঁদপুর একুশে ক্লাবকে ট্রাইবেকারে ২-৩ গোলে হারিয়ে ঘোড়াধারী স্পোটিং ক্লাব বিজয় লাভ করে এবং শনিবার বিকেলে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল (সিজন -২) খেলায় ট্রাইবেকারে করবন্দ একাদশ ক্লাবকে ২-৩ গোলে হারিয়ে নওগাঁও মৌচাক স্পোটিং ক্লাব বিজয় লাভ করে।
ফাইনাল খেলার প্রতিদ্বন্দ্বী ঘোড়াধারী স্পোটিং ক্লাব ( উপাদী উত্তর ইউনিয়ন) এবং মৌচাক একাশ, নওগাঁও ( উপাদী উত্তর ইউনিয়ন)।

শুক্রবারের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইমাম হোসেন গাজী ও উদ্ধোধক ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।
সভাপতিত্ব করেন উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম রনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাদক্ষ ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মোঃ খোকন প্রধান। উক্ত টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরন। শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের আয়োজক উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদল।

আয়োজক কমিটির সভাপতি সফিকুল ইসলাম রনি বলেন,আগামী সপ্তাহের মধ্যে দিনক্ষণ ঠিক করে ফাইনাল খেলার তারিখ জানিয়ে দেয়া হবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৬ সেপ্টেম্বর ২০২৫