চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অটোবাইক চালক শাওন কাজী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ৪ আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন ১. মোঃ সাব্বির গাজী(১৯), পিতা- মোঃ কামাল গাজী, মাতা: পারভিন আক্তার-স্থায়ী: গ্রাম- ভাংগার পাড় (গাজী বাড়ী), ৩নং ওয়ার্ড, মতলব পৌরসভা, ২. মোঃ আব্দুর রহমান সাইফ(১৯), পিতা- মামুন পাটোয়ারী, মাতা: রুনা লায়লা, সাং- পৈলপাড়া (পাটোয়ারী বাড়ী), ২নং ওয়ার্ড, মতলব পৌরসভা, ৩. মোঃ হাসান প্রধানিয়া প্রঃ সোহাগ(২৪), পিতা- মোঃ ছাদেক প্রধানিয়া, মাতা- মোছাঃ হাওয়া বেগম, সাং- দগর পুর (প্রধাণিয়া বাড়ী), ৪. মোঃ রাব্বি প্রধান হৃদয়(২০), পিতা- মোঃ সেলিম, মাতা- জেসমিন, সাং- পৈলপাড়া (প্রধানিয়া বাড়ী), ২নং ওয়ার্ড, মতলব পৌরসভা, সর্ব থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুর। পরে ৪ আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, বুধবার রাতে যাত্রী সেজে উল্লেখিত আসামীরা অটোবাইক চালক শাওনকে কুপিয়ে হত্যা করে।
উপজেলার নারায়ণপুর পৌরসভার পূর্ব বাদামতলী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
হাসপাতাল, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা কয়েকজন যুবক যুবক যাত্রী সেজে অটোবাইকে করে নারায়ণপুর পৌরসভার চাপাতলী – বাদামতলী সড়কের বাগিচাপুর এলাকায় নির্জন স্থানে নিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে তাকে ফেলে রেখে অটোবাইকটি নিয়ে যায়।পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার অবস্থা বেগতিক দেখে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নেয়ার পর কার মৃত্যু হয়।
নিহত অটোরিকশা চালক শাওন একই উপজেলার উত্তর নলুয়া গ্রামের ইকবাল কাজীর ছেলে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এবং সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) খায়রুল কবির।পরে তিনি শাওনের পরিবারের বাড়ীতে যান এবং সান্তনা দিয়ে বলেন,এ হত্যাকারী কাউকেই ছাড় দেয়া হবে না। দোষী প্রত্যেককেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় অটোবাইক চালক শাওনের মা রোকসানা বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৫ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur