বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কল্পে মতলব দক্ষিণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকল্পে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় এমএএম টাওয়ারে প্রস্তুতি মুলক সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল এবং পরিচালনা করেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান,সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, পৌর কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান প্রধান,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আমির খসরু প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সাধারণ সম্পাদক জহিরুল হক জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ
সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক/ ১ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur