“নব দিগন্ত গড়বে পথ, তরুণ্যের চেতনায় করব শপথ” — এই স্লোগানকে ধারণ করে চাঁদপুর জেলার মতলব উত্তরে নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আরিফ উল্লাহ, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক মতলব বার্তা ও চাঁদপুর টিভির সম্পাদক আল আমিন পারভেজ, নিশ্চন্তপুর ডিগ্রী কলেজের আইসিটি প্রভাষক সমীর ঘোষ, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের শিক্ষক জয়নাল স্যার, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাকসুদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন নিশ্চন্তপুর বন্ধুমহল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান রোকন, ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা সোহেল মুন্সি, সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর সদস্য ইমন খান, নিশ্চিন্তপুর সূর্য তরুণ ক্লাবের প্রতিষ্ঠাতা কাশেম মুন্সি, পধুয়া ব্লাড ডোনার ক্লাবের সভাপতি শাহাদাত, মেডিফাস্ট মেডিকেলের সিনিয়র ইনচার্জ পাখি আক্তার।
নব দিগন্ত ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকুল ইসলাম, মেরাজ উদ্দিন শুভ, ছাব্বির হোসেন ও মহোসেনা আক্তার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোসলেম উদ্দিন শিপন। পরে দোয়া ও মিলাদ পরিচালনা করেন নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ইমাম হোসেন মোস্তাফি।
দোয়া ও মিলাদ শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্য দিয়ে নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক/ ৩১ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur