Home / চাঁদপুর / পুরানবাজারে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিজয়ীর পানির ফিল্টার বিতরণ
মাদ্রাসা

পুরানবাজারে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিজয়ীর পানির ফিল্টার বিতরণ

চাঁদপুর শহরের পুরানবাজারের আল আফসা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করেছে স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন ‘বিজয়ী’। রবিবার (৩১ আগস্ট) বিকালে বিজয়ীর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান শিক্ষার্থীদের হাতে এই পানির ফিল্টার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

তানিয়া ইশতিয়াক খান বলেন, বিজয়ী ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিজয়ী নানা রকম হাতের কাজের প্রশিক্ষন দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রতি নিয়ত বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরন করে যাচ্ছে। বিজয়ী শিশুদের নিয়ে নানা রকম ইভেন্ট করে শিশুদের মাঝে খাবার, শীত বস্ত্র, জামা কাপড়সহ শিক্ষা সামগ্রী বিতরন করে আসছে।

তিনি আরও বলেন, আমাদের সামাজিক ও মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়েছে। এই মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা করতে শিক্ষা সামগ্রী সহ‌যেকোন সমস্যা হলে, আমরা যথা সাধ্য তাদের পাশে থাকার চেষ্টা করবো।

প্রতিবেদক: আশিক বিন রহিম/ ৩১ আগস্ট ২০২৫