জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃত্তি প্রাপ্ত ২৫০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়েছে। ৩০ আগস্ট সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে লিয়াকত আলী স্মৃতি সংসদ চাঁদপুর জোন।
এতে প্রধান অতিথির বক্তব্যে দেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ মাছুম বিল্লাহ । তিনি প্রাথমিক শিক্ষা ও পারিবারিক শিক্ষার গুরুত্ব নিয়েও আলোকপাত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ লিয়াকত আলী স্মৃতি সংসদের পরিচালক মোহাম্মদ মাছুম বিল্লাহ।
সংসদের সমন্বয়ক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো.আবুল কালাম আজাদ, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক মো. বেলায়েত হোসেন, মো. আনিসুর রহমান মজুমদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলা সভাপতি গিয়াস উদ্দিন কবির, হাজীগঞ্জ মডেল কলেজের প্রভাষক আবু সালে মোহাম্মদ বদরুদ্দোজা, সংগঠনের সচিব মো.মামুন শেখ।
সবশেষে জেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন মেধাবী ট্যালেন্টফুল এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
৩০ আগস্ট, ২০২৫(বাসস):
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur