কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের অধিবাসী, অসহায় ভিটে মাটি হারা গ্রাম পুলিশ দুলাল চন্দ্র শীলকে নতুন টিনশেড ঘর তৈরি করে দিয়ে সমাজ সেবায় অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন। শনিবার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশাররফ হোসাইনের তত্ত্বাবধানে বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন এর পক্ষ থেকে গৃহহীনদের মাঝে ঘর বিতরণ প্রকল্পের অসহায় দুলাল চন্দ্র শীল কে ২কক্ষ বিশিষ্ট টিনশেড ঘর হস্তান্তর করেন, সংগঠনের সভাপতি, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুল কাহার মজুমদার ও সাধারণ সম্পাদক রবিউল আলম। সংগঠনটির এ উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন, প্রবাসী ও দেশে অবস্থানরত সংগঠনের সদস্যরা।
এ সময় বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের শুভাকাঙ্ক্ষী মোঃ রফিকুল ইসলাম, সদস্য কাজী হুসাইন আহমেদ, আবু সুফিয়ান, স্বপন বেপারী, ইউনুস মিয়া, সমাজ সেবক নুরুল ইসলাম নাহিদ, নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অসহায় দুলাল চন্দ্র শীল মাথা গুঁজতে নতুন ঘর পেয়ে মহাখুশি। বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সহযোগিতায় ঘরটি নির্মাণ হয়েছে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অসহায় দুলাল চন্দ্র শীল।
উল্লেখ্য যে, কচুয়ার বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় ধারাবাহিকভাবে বেশ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অত্যন্ত সু-শৃঙ্খল ও সুচারুভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur