চাঁদপুরের কচুয়া উপজেলার জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মো. আনাছ (১২) ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ থাকা মাদ্রাসা ছাত্র মো. আনাছ উপজেলার চাংপুর গ্রামের মো. ইমাম হোসাইনের পুত্র।
গত শনিবার সকালে আনাছ মাদ্রাসা থেকে বাজারে নাস্তা করার উদ্দেশ্যে বের হয়ে অদ্যবাদি মাদ্রাসা ও বাড়ি না ফিরায় ওই শিক্ষার্থীর পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে। ছেলের সন্ধান চেয়ে কচুয়া থানায় একটি সাধারন ডায়রী করেছেন তার পরিবার। কোন স¦-হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে তার বাবা মো. ইমাম হোসাইনের ০১৮১৩-৩২২৫৮১ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, মাদ্রাসা ছাত্র নিখোঁজের বিষয়ে সাধারন ডায়েরী করা হয়েছে। তদন্ত পূর্বক নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur