Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ
গণঅধিকার

কচুয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

রাজধানীর কাকরাইলে শুক্রবার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের মিছিলে ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূরসহ নেতাকমীদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা গনঅধিকার পরিষদের আয়োজনে সাচার বাজাওে হামলাকারীদের শাস্তির দাবিতে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়।

সাচার পুরো বাজারে বিক্ষোভ শেষে সুরমা বাস কাউন্টারে হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা গনঅধিকার পরিষদের সহ-সভাপতি শরীফুল আজম, গনঅধিকার উপজেলা শাখার নেতা সালাউদ্দিন-শি, উপজেলা সভাপতি ডা. নুরুল হুদা ভূঁইয়া আফসারী, সাধারন সম্পাদক এস.আই সাইদুল ইসলাম ও ছাত্র অধিকার কচুয়া শাখার সভাপতি মো. আবু সাঈদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নাইম ব্যাপারী, কচুয়া উত্তর ছাত্র শিবিরের সভাপতি তৌতিফ ওমর ফাহিম ও গণতান্ত্রিক ছাত্র নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় কচুয়া উপজেলা গনঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ দলীয় অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৩০ আগস্ট ২০২৫