চাঁদপুর-৩ হাইমচরে নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
শুক্রবার (২৯ আগস্ট) তিনি হাইমচর উপজেলার ২ নং আলগী ইউনিয়নের এলাকা পরিদর্শন করেছেন। এসময় হাইমচর উপজেলার ২ নং আলগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে হাবিব উল্যাহ চোকদার ফাউন্ডেশনের গণকবরাস্থান, জামে মসজিদ পরিদর্শন করেন তিনি।
মসজিদের উন্নয়ন কাজের জন্য চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শেখ ফরিদ আহমেদ মানিক ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। বিকালে দক্ষিণ বাখরপুর, বাংলা বাজারসহ স্থানীয় বেশ কটি এলাকায় ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বাড়ি বাড়ি গিয়ে নারী পুরুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শাহীনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক/৩০ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur