চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২৮ আগস্ট রাত ১১ টার দিকে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে মুন্সি বাড়ির সংলগ্ন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এতে হাজীগঞ্জ পৌর ১নং ওয়ার্ড বলাখাল সঞ্জু সাহার ছেলে সাগর সাহা (২০) ঘটনাস্থলে নিহত হয় এবং অপরজন একই এলাকার বলাখাল বাজারের ফার্নিচার ব্যবসায়ী ইমরান মিয়ার ছেলে মো. ইজাজ (২৬) কে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়।
স্থানীয় লোকজন বলছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রামগঞ্জ থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান ও হাজীগঞ্জ থেকে রামগঞ্জের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে করে ঘটনাস্থলেই একজন নিহত স্থানীয়দের তৎপরতায় অপরজনকে হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ঈমান হোসেন জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতি ছিল, নির্দিষ্ট পথে হাজীগঞ্জ দিকে আসছিল মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে গাড়ির একপাশে লেগে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে সঞ্জু সাহার ছেলে সাগর সাহা নিহত হয়। অন্যজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার পুলিশ এসে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে অপমৃত্যুর মামলার প্রস্তুতি রয়েছে বলে জানান।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/২৯ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur