চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সল। তিনি গত ২২ জুলাই, ২০২৫ এই পদের দায়িত্বভার গ্রহণ করেন।
ডাঃ ফয়সল চিকিৎসা পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। ২০১৬ সাল থেকে তিনি চাঁদপুর সদর হাসপাতালে সার্জারী বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা প্রদান করে ব্যাপক সুনাম অর্জন করেন। স্থানীয়রা জানান, রোগীদের প্রতি তার সদাচরণ ও দক্ষ চিকিৎসা সেবা তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি চাঁদপুর শহরের ১২ নং ওয়ার্ডের হাজী মহসীন রোডের বাসিন্দা। তাঁর পিতা মৃত ফারুক আহমেদ এবং মাতা আইনুন নাহার। পারিবারিকভাবে তিনি সুপরিচিত ও সুশিক্ষিত পরিবার থেকে এসেছেন। তিনি চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁদপুর পৌরসভার সাবেক টানা ৪০ বছরের কমিশনার মরহুম আবু তাহের আখন (বাসু আখন)-এর নাতি।
ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সল দায়িত্ব গ্রহণের পর জানান, চাঁদপুরের মানুষের স্বাস্থ্যসেবায় তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে কাজ করবেন। একইসঙ্গে উপজেলা পর্যায়ে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৮ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur