Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার সন্তান অতিরিক্ত আইজিপি কাজী ফজলুল করিমকে সংবর্ধনা প্রদান
সন্তান

কচুয়ার সন্তান অতিরিক্ত আইজিপি কাজী ফজলুল করিমকে সংবর্ধনা প্রদান

চাঁদপুরের কচুয়ার কৃতিসন্তান বাংলাদেশ পুলিশের ডিআইজি থেকে সদ্য অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত কাজী মো. ফজলুল করিমকে অন্য রকম আয়োজনে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকাস্থ-কচুয়া উপজেলা সমিতির আয়োজনে রাজউক মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

ঢাকাস্থ-কচুয়া সমিতির সভাপতি ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসির) সদস্য ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে কচুয়া থেকে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড পরিহারের দাবি ও আদর্শ উপজেলা গঠনের লক্ষে বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা: শহীদুল ইসলাম, আইসিটি বিভাগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ ইমরান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, সাবেক যুগ্ম সচিব মোঃ মিজানুর রহমান, জাতীয় গোয়েন্দা বিভাগ এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক মফিজুল ইসলাম,নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ কাউছার, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান দেওয়ান মানিক, কচুয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এমদাদুল হক মিয়াজী, কচুয়া উপজেলা উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: ইউসুফ মিয়াজী, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা শরীফ টিটু, অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য আব্দুল বারী, আবুল কাশেম প্রধানীয়া, কঢ়ুয়া কল্যাণ সংঘের সভাপতি মোঃ রুহুল আমিন চৌধুরী ও ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত হাজী মহসিন হলের এজিএস প্রার্থী মো. তানভীর আহমেদ জিয়াম প্রমুখ।

অনুষ্ঠান যৌথ ভাবে পরিচালনা করেন, অনুষ্ঠানের আহবায়ক সিনিয়র এএসপি মো. নবীর হোসেন, সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ও শারফিন হোসাইন।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোঃ শাহজাহান মজুমদার,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এ কে এম আব্দুল্লাহ আল বাকী, এ কে এম মিজানুর রহমান ঢালী, আব্দুল হান্নান মজুমদারসহ বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারী ও বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা, সংগঠনের সদস্য ও ঢাকায় বসবাসরত কচুয়ার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ আগস্ট ২০২৫