Home / উপজেলা সংবাদ / কচুয়া / চার লেনে উন্নীত হচ্ছে গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক
গৌরিপুর

চার লেনে উন্নীত হচ্ছে গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই) এ কুমিল্লা, চাঁদপুর ও লক্ষীপুর জেলার অংশে আঞ্চলিক মহাসড়কে ৮০ কিলোমিটার বাক সরলীকরন ও চার লেনে উন্নীত হচ্ছে। ঢাকাস্থ-কচুয়া সমিতির সভাপতি ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসির) সদস্য ও কচুয়ার কৃতি সন্তান ডা. মো. আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় এ কাজের অনুমোদন হয়েছে।

সিনিয়র সহকারী প্রধান মুহম্মদ শামীম কিবরিয়া ১২ আগস্ট স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। ফলে চট্টগ্রাম বিভাগের আওতায় ঢাকার সংযোগের সাথে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাত্রার উন্নয়নে প্রায় ৪২ কিলোমিটার রাস্তার দূরত্ব কমবে।

এ সংবাদে তিন জেলার অধিবাসীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। এর আগে এ নিয়ে বিগত আওয়ামী সরকারের সময়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর সংসদ সদস্য থাকাকালীন শেষ সময়ে তিনি জাতীয় সংসদ অধিবেসনে এ বিষয়ে প্রস্তাব করেন এবং পরবর্তীতে তা একনেকে অনুমোদন দেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ আগস্ট ২০২৫