স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভূমিদস্যুদের কোনো অবস্থায় ছাড় দেয়া যাবে না, সবাই মিলে ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে। মঙ্গলবার সকালে তিনি একথা বলেন।
এর আগে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, লুট হওয়া বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলির তথ্য বা সন্ধানদাতাদের বিভিন্ন হারে পুরস্কার দেয়া হবে। পিস্তল ও শটগানের ক্ষেত্রে ৫০ হাজার, চায়না রাইফেলের ক্ষেত্রে ১ লাখ, এসএমজির জন্য দেড় লাখ ও এলএমজির জন্য ৫ লাখ টাকা হারে পুরস্কার দেওয়া হবে। তাছাড়া প্রতি রাউন্ড গুলির ক্ষেত্রে ৫০০ টাকা হারে পুরস্কৃত করা হবে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৬ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur