Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদরে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে অভিনব উদ্যোগ
স্বেচ্ছাসেবক

চাঁদপুর সদরে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে অভিনব উদ্যোগ

স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে চাঁদপুর সদর উপজেলা একটি ব্যতিক্রমী ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও সৎ নেতৃত্বের ধারা অনুসরণ করে এ উদ্যোগকে ইতোমধ্যেই জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিষয় হিসেবে দেখা হচ্ছে।

ব্যাকগ্রাউন্ড চেক ও ডোপ টেস্ট বাধ্যতামূলকঃ- সদর উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃত্বে কোনো অপরাধী, মাদকাসক্ত বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি যাতে স্থান না পায়, সে জন্য গঠন করা হয়েছে বিশেষ “ব্যাকগ্রাউন্ড চেক টিম”। এই টিম প্রতিটি পদপ্রত্যাশীর সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত যোগ্যতা যাচাই করবে। পাশাপাশি প্রথমবারের মতো সকল প্রার্থীর জন্য ডোপ টেস্ট রিপোর্ট জমা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে প্রত্যেক প্রার্থীকে এ রিপোর্ট জমা দিতে হবে।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারঃ- দেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো উপজেলা পর্যায়ে ১৪টি ইউনিয়ন কমিটি গঠনে এত কড়া ও স্বচ্ছ প্রক্রিয়া গ্রহণ করা হলো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি সাংগঠনিক কার্যক্রম নয়; বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন সংস্কৃতির সূচনা।

সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা পীরজাদা জুনায়েদ উল্যাহ খান বলেন, আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ধারণ করে একটি মডেল ইউনিট গঠন করতে। ইনশাআল্লাহ, চাঁদপুর সদর উপজেলা থেকেই দেশনায়ক তারেক রহমানকে একটি সৎ, আদর্শবান ও শক্তিশালী সেচ্ছাসেবক দল উপহার দেওয়া হবে। দায়িত্ব পালন শেষে আমরা নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করতে চাই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু চাঁদপুর নয়, সারা দেশের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেতৃত্ব বাছাইয়েও এ ধরনের স্বচ্ছ প্রক্রিয়া চালু হলে রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্বের উত্থান ঘটবে।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের এ পদক্ষেপের মাধ্যমে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আরও শৃঙ্খলাবদ্ধ, সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।

স্টাফ রিপোর্টার/ ২৫ আগস্ট ২০২৫