Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / নেতাকর্মীর দায়িত্ব জনগণের হৃদয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া
নেতাকর্মীর

নেতাকর্মীর দায়িত্ব জনগণের হৃদয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। ২৪ আগস্ট রোববার সকাল সাড়ে দশটায় ইউনিয়নের দলীয় কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর আয়োজন করা হয়। উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম টিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর।

এসময় তিনি বলেন, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম যেন কেবল কাগজ–কলমে সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করতে হবে। প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব জনগণের হৃদয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া। কারণ জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির আসল শক্তি। আমাদেরকে মনে রাখতে হবে–বিএনপি জন্মলগ্ন থেকে এই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার জন্য লড়াই করেছে। তাই এই সদস্য সংগ্রহ কার্যক্রমের মধ্য দিয়ে আমরা সেই লড়াইকে আরও তীব্রতর করব এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করে তুলব।

যবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মমিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল ইসলাম তুহিন মাস্টার, ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন তপদার। এসময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল বকাউল,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল তালুকদার। আলোচনা শেষে বিএনপির নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ২৪ আগস্ট ২০২৫