Home / সারাদেশ / কুবি শিক্ষার্থী বাসে শ্লীলতাহানি-ছিনতাই, আটক দুজনের কারাদণ্ড
শিক্ষার্থী

কুবি শিক্ষার্থী বাসে শ্লীলতাহানি-ছিনতাই, আটক দুজনের কারাদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী (ছাত্রী) বাসে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। এঘটনায় দুই অভিযুক্তকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের জামিন অযোগ্য ধারায় কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী চট্টগ্রামগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে শুক্রবার এঘটনা ঘটে। এসময় ভুক্তভোগী শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেয়ারও অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই জড়িত পাঁচজনের মধ্যে দুইজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন প্রত্যক্ষদর্শীরা।

শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটক হওয়া একজন কুমিল্লার বরুড়া উপজেলার মো. আলী হোসেন ও নারায়নগঞ্জের মোহাম্মদ আলী।

ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, ওই শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার আলেখারচর থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সেন্টমার্টিন বাসে উঠেন। এসময় বাসে কোনো যাত্রী না থাকায় গাড়িতে থাকা হেলপার ও তার সহযোগী আরো দুইজন তার হাত-পা বেঁধে পেলেন এবং তার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেন। এসময় তাকে যৌন হয়রানি করে আলেখার চর ও পদুয়ার বাজার বিশ্বরোডের মাঝামাঝি এলাকায় চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। এসময় বাস থেকে একজনকে পড়ে যেতে দেখে তারা বাস আটকালে গাড়িতে থাকা ৫ জনের মধ্যে তিনজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করে রাখেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে আটককৃতদের মারধর করে। খবর পেয়ে পুলিশ এসে আটককৃতদের থানায় নিয়ে যেতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপার এসে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন। পরে রাতে সিদ্ধান্তে উপনীত হয়ে রাতেই আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদা করা হয়।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন,আটক দুইজনকে মোবাইল কোর্ট এর ধারা অনুযায়ী দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করা হবে। ভিক্টিমের যে ক্ষতি হয়েছে তা আটককৃত বাসের মালিকদের কাছ থেকে আদায় করা হবে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৩ আগস্ট ২০২৫