নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাধারণ সম্পাদক জিহান উদ্দিনকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের চিত্রলেখা মোড় থেকে এসআই কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, জিহান উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিল। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তিনি সরাসরি ছাত্র-জনতার উপর হামলায় নেতৃত্ব দেন। তার নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর বর্বরোচিত হামলা, মারধর, এমনকি ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তৎকালীন সময়ে একাধিক মামলা দায়ের হলেও দীর্ঘদিন ধরে তিনি গা ঢাকা দিয়ে ছিলেন।
অভিযোগ রয়েছে, চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগের নামে একটি সন্ত্রাসী চক্র সক্রিয় ছিল, যারা দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে পরিবেশ নষ্ট করেছে। কলেজের শিক্ষার্থীরা বলছেন জিহান উদ্দিন আটকের মাধ্যমে ক্যাম্পাসে কিছুটা স্বস্তি ফিরতে পারে।
উল্লেখ্য, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় চাঁদপুর জেলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের হাতে নৃশংস দমন-পীড়ন ও হামলার ঘটনা দেশব্যাপী সমালোচিত হয়েছিল। সেই সময়ের অন্যতম অভিযুক্ত ছিলেন জিহান উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক/ ২১ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur