জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শোভাযাত্রা শেষে ফরিদগঞ্জ পৌরসভার সামনে আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জেড আই জহির।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল আলম সূর্য, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম জুয়েল, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য আব্দুল খালেক ভূঁইয়া, নাজিম উদ্দীন সুমন, মালেক পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জু, পৌর ছাত্রদলের আহবায়ক আল-আমিন মোল্লা ছাড়াও উপজেলা ও সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আগামী নির্বাচনে বিএনপি’র জয় নিশ্চিত করতে সর্বাত্মকভাবে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে স্বেচ্ছাসেবক দল আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২০ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur