চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মঙ্গলবার (১৯ আগস্ট) পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতদরিদ্র এক প্রতিবন্ধীর বসত ঘরসহ ক্ষুদ্র ব্যবসায়ীর ৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। এতে নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৩টায় মতলব পৌরসভার মধ্য দিঘলদী তাফালিং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ওই বাজারের মোঃ আল আমিন প্রধানের বিকাশের দোকান, হাসান গাজীর কাঁচা মালের দোকান, বিল্লাল বেপারীর চা বিস্কিটের দোকান,বাবুল গাজীর টেইলারিং দোকান ও দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।বিল্লাল বেপারীর চা বিস্কিটের দোকানের ক্যাশে থাকা ১০ হাজার টাকা পুড়ে গেছে বলে তিনি জানান।
পুড়ে যাওয়া ব্যবসায়ীরা বলেন,গভীর রাতে আগুন লাগার কারনে অল্প সময়ের মধ্যে সবকিছু পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে তাদের প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা তাদের।বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। রাত পোনে ৫ টায় মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইউসুফ মিয়া বলেন, খবর পাওয়ার সাথে সাথে অগ্নিকান্ডস্থলে চলে আসেন এবং এলাকাবাসীর সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে আগুনের লেলিহান শিখা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
অপরদিকে একই দিন দুপুর দেড়টায় উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের উত্তর পিংড়া গ্রামের গাজী বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শারিরীক প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন গাজীর চৌচালা টিনের ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। একই সাথে তার মায়ের দু’চালা একটি বসত ঘর এবং বিলাল গাজীর বসত ঘরের আংশিক পুড়ে গেছে। তবে প্রতিবন্ধী জসিমের ঘরে থাকা প্রতিবন্ধী কার্ডসহ সকল মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তিনি। এছাড়া তার মায়ের ও বিল্লাল গাজীর প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
দুটি অগ্নিকান্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বিভিন্ন মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়েছেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান তিনি ঘটনাস্থলে গিয়ে ইউএনও’র বরাত দিয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সরকারি ভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় বিএনপি নেতা সুলতান সরকার, শাহাদাত হোসেন, সোহেল বলেন, ক্ষতিগ্রস্ত দোকান মালিক সবাই বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ক্ষুদ্র ব্যবসা করছিল। এ ব্যবসার আয় দিয়ে তাদের পরিবার পরিজনদের নিয়ে কোনরকম জীবন যাপন করতো।কিন্তু আগুনে তাদের সব সম্বল পুড়ে গেছে। তাদের জন্য সরকারি সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ২০ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur