চাঁদপুরের কচুয়ার বাচাঁইয়া-নয়াকান্দি বিএনডি ফোরাম হাই স্কুলের ৮ম শ্রেনির শিক্ষার্থী ফরহাদ হোসেন (১৩) ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ থাকা স্কুল ছাত্র ফরহাদ হোসেন উপজেলার বাচাঁইয়া গ্রামে সিএনজি চালক আব্দুল মালেকের পুত্র।
গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ফরহাদ। অদ্যবাদি বাড়ি না ফিরায় আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুজির পর তাকে না পেয়ে ওই শিক্ষার্থীর পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে। ছেলের সন্ধান চেয়ে মঙ্গলবার বিকেলে কচুয়া থানায় একটি সাধারন ডায়রী করেছেন উপজেলার বাচাঁইয়া গ্রামের আব্দুল মালেক। কোন সু-হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে তার বাবা আব্দুল মালেক এর ০১৮১৭০০৪৮৫৪ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, স্কুল ছাত্র নিখোঁজের বিষয়ে সাধারন ডায়রী করা হয়েছে। তদন্ত পূর্বক নিখোঁজ শিক্ষার্থী ফরহাদকে উদ্ধারের চেষ্টা করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur