দীর্ঘ ২৩ বছর পর আনন্দঘন পরিবেশে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন শিক্ষক পরিষদের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. মাসুম বিল্লাহ। আনন্দঘন পরিবেশে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে শিক্ষকদের উপস্থিতিতে গণনা সম্পন্ন হয়।
নির্বাচনে সম্পাদক পদে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. নাছির উদ্দিন, সহ-সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের প্রভাষক রোমেনা সুলতানা এবং কোষাধ্যক্ষ পদে আইসিটি বিভাগের প্রভাষক মো. মোবারক করিম খান নির্বাচিত হন।
প্রতিবেদক: শিমুল হাছান/ ১৮ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur