Home / চাঁদপুর / গাছ হলো প্রকৃতির প্রাণ আর বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ : মোস্তফা খান সফরী
খালেদা জিয়া

গাছ হলো প্রকৃতির প্রাণ আর বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ : মোস্তফা খান সফরী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী বলেছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি এবং জীবন দেওয়ার রাজনীতি শিখিয়েছেন। তিনি ধ্বংস নয়, সৃষ্টির রাজনীতি করেছেন। এ জন্য আমরা যারা বিএনপির রাজনীতি করি, তাদের কাছে বেগম খালেদা জিয়া প্রাণের স্পন্দন। গাছ হলো প্রকৃতির প্রাণ আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলো বাংলাদেশের প্রাণ। এজন্য আমরা তার জন্মদিনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করছি।

১৬ আগস্ট শনিবার বিকেলে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন। চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তিনি বিভিন্ন হাটবাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় শতাধিক গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোস্তফা খান সফরী বলেন, “গাছ আমাদের পরিবেশের নিকটতম বন্ধু। আমরা চাই পরিবেশ রক্ষা ও একটি সুস্থ সমাজ গঠনে সবাই একসাথে কাজ করুক। এই উদ্যোগের মধ্য দিয়ে নিরাপদ মিরসরাই গড়তে এক লক্ষ দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের কার্যক্রম শুরু হলো। এটি কেবল কার্বন ডাই-অক্সাইড হ্রাস করবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশও নিশ্চিত করবে।”

তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দলীয় নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছি। গতকাল ১৫ আগস্ট দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজকে স্থানীয় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। এজন্য আমি দলের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এএইচএম অ্যাডঃ আশ্রাফুল ইসলাম আশু, জেলা যুবদলের সহ সভাপতি সরোয়ার হোসেন গাজী, কল্যাণপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হারুন বাট, বিএনপি নেতা কাজী রফিকুল ইসলাম পলাশ, গোলাম রাব্বানী মনির, মনির হোসেন খোকা, জেলা যুবদলের কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক বশির পারভেজ, যুবদল নেতা সোহেল বকাউল, মনির হোসেন খান, সোহাগ বকাউল, পিন্টু খান, সবুজ খান, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খালেদা জিয়া

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি চাঁদপুর শহরের প্রপোজের পাড়া মোল্লাবাড়ি মসজিদে আয়োজিত জেলা বিএনপি নেতা মরহুম হারুন অর রশিদ মোল্লা মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। এরপর সদ্য প্রয়াত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর খান, মোস্তফা খান সফরীর মামা বাচ্চু তপাদার ও আশরাফ তপাদারের কবর জিয়ারত করেন। এ সময় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন ও মরহুম হারুন অর রশিদ মোল্লার ছেলে জয়নাল আবদীন সুমনসহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম/ ১৬ আগস্ট ২০২৫