বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে মিলাদ ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট)। জেলা বিএনপির আয়োজনে চাঁদপুর জে এম সেন গুপ্ত রোর্ড ফিরোজা মেনশন ভবনে এই মিলাদও দোয় অনুষ্ঠিত হয়। তবে জানাযায় বিগত কয়েক বছরের মতো এবারও তার জন্মদিনের আয়োজনে কেক না কাটার জন্য দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ঘোষনা অনুযাই চাঁদপুরে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেন নেতাকর্মীরা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আপনেরা মনে রাখবেন আমাদের নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত এই নেত্রী ১৯৪৫ সালের ১৫ আগস্ট জম্মগ্রহণ করেন। ২০২৪ সালে ফেসিবাদকে সরানোর নায়ক আমাদের তারেক রহমান ও বেগম খালেদা জিয়া। তাদের কারনে সাধান মানুষ ঘরে থাকার
পথ করে দিয়েছেন আজ আমরা ফেসিবাদ থেকে স্বাধীন পেয়েছি। সেই দিন যদি আপষ করতেন তাহলে ইন্ডিয়ার সাথে আপষ করতেন তিনি কিন্তু সেই দিন ইন্ডিয়ার সাথে আপস করেনি এই জন্য তিনি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
জুলাই আন্দোলনে শহীদদের জন্য এবং বিএনপি নেতা অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের জন্যও তিনি সকলের কাছে দোয়া চান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডঃ সেলিম উল্ল্যা সেলিম, মোঃ খলিল গাজী, জেলা বিএনপির নেতা মোঃ ছলিমুছালাম, মোঃ দেওয়ান সফিকুজ্জামান, মোঃ মুনির চৌধরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এ পর্যন্ত তিন দফায় প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া। ১৯৯৩ সালে তিনি সার্কের প্রথম নারী চেয়ারপারসন হন। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচনে জয়লাভের পর তৃতীয়বারের মতো সরকার গঠন করে। ওয়ান-ইলেভেনের পর ফখরুদ্দীন সরকার ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাভোগ করেন তিনি। ২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফল না পেয়ে সরকার গঠনে ব্যর্থ হয়। এর দীর্ঘ সময় পরে দুদকের মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় মাত্র দুই কোটি টাকার ‘সাজানো মামলার ফরমায়েশী’ রায়ে কারারুদ্ধ করে শেখ হাসিনার সরকার। পুরনো কারাগারে স্যাঁতসেঁতে পরিবেশে বিনা চিকিৎসায় বন্দী রাখার ফলে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুপারিশ করলেও বার বার পরিবারের পক্ষ থেকে করা আবেদন শেখ হাসিনার
দেশে করোনাভাইরাসের সংক্রমণ হলে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। এ সময় গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় বন্দী রাখা হয় বেগম খালেদা জিয়াকে। হাসপাতাল এবং বাসায় ছাড়া কোথাও যাওয়া সুযোগ দেওয়া হয়নি। বাসায় কয়েকবার গুরুতর অসুস্থ হলে কয়েক দফা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পরদিন ৬ আগস্ট খালেদা জিয়ার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি।
৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তিনি।
প্রসঙ্গত, গত দেড় দশক বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়েও মিথ্যাচার-অপপ্রচার চালিয়েছে আওয়ামী লীগ। ১৫ আগস্ট জন্মদিন পালনের কারণে বেগম খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীরা বহু মামলা হামলার শিকার হয়েছেন।
স্টাফ করেসপন্ডেট/১৫ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur