জাতীয় ‘ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লায় সাংবাদিকদের অংশগ্রহণে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৪ নভেম্বর থেকে সারা দেশব্যাপী ভিটামিন এ প্লাস টেবলেট খাওয়ানো হবে। এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে বুধবার সকালে কুমিল¬া জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
৫৮ লাখ ৭১ হাজার ১শ’ ৯৯জন জনসংখ্যার অধ্যুষিত কুমিল্লায় একটি সিটি করপোরেশনসহ জেলার ১৬ টি উপজেলায় ৪ হাজার ৭শ ৫৬টি কেন্দ্রে ৯ লাখ ৮২ হাজার ৪শ’ ৬০জন শিশুকে ভিটামিন এ প¬াস ট্যাবলেট খাওয়ানো হবে। এছাড়া ২টি বিশেষ ভ্রাম্যমাণ টিমও থাকবে এ কাজে।
৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত শিশুকে নীল রংয়ের ট্যাবলেট এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সের শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ট্যাবলেট খায়ানো হবে।
কর্মশালায় সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন জেলার সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান। এসময় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন কর্মশালায় কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
কুমিল্লা করেসপন্ডেন্ট
||আপডেট: ০৫:২০ পিএম, ১১ নভেম্বর ২০১৫, বুধবার
এমআরআর