শাহরাস্তির ইছাপুরা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালে এস এস সি পরীক্ষায় দশ জন জিপিএ-৫সহ তেতত্রিশ জনকে সংবর্ধনা দিয়েছে একই প্রতিষ্ঠানের এস এস সি ২০০৪ ও ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
৯ আগস্ট সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম কিবরিয়া পাটোয়ারী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ইছাপুরা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো.রফিকুল আলম (তনু)। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মো.ইকরামুল হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
কৃতি সকল শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.রফিকুল আলম (তনু) সাহেব গোল্ডেন এ+প্রাপ্ত একজন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা এবং জি পি এ-৫ প্রাপ্ত ৯ জনকে দু’হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা.মো. দেরাছত আলীর সুযোগ্য সন্তান কানাডা প্রবাসী মো.মিরন হোসেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বই উপহার দেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষকগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আয়োজক শিক্ষার্থীদের পক্ষ থেকে সায়েদুজ্জামান সুমন,মহিউদ্দিন সুমন, সাহেদুর স্বপন এবং সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মো.নেছার আহম্মেদ পাটোয়ারী, কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে ফারিয়া ইয়াছমিন (প্রভা) বক্তব্য রাখেন।
বক্তরা শিক্ষার গুরুত্ব দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা এবং ভবিষৎ জীবনের জন্য দিক নিদের্শনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
আবদুল গনি
১২ আগস্ট ২০২৫
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur