জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন খান বাংলাদেশ স্পেসালাইজড্ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন খান এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমরা গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি, আদর্শ ও বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুম এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন খান চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
নেতৃদ্বয় শোকবার্তায় এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন খান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রেস বিজ্ঞপ্তি/১১ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur