Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র আটক
পৌরসভার

মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র আটক

চাঁদপুরের মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এবং জেলা যুবলীগের সদস্য আবুল বাশার পারভেজ মিয়াজী (৪৪)কে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার (১০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর থেকে তাকে আটক করে চাঁদপুর ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যায়।

ডিবি পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, আটককৃত আবুল বাশার পারভেজ মিয়াজীকে চাঁদপুরের মডেল থানায় নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আবুল বাশার পারভেজ মিয়াজী মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের মৃত জহির মিয়াজীর বড় ছেলে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ১০ আগস্ট ২০২৫