চাঁদপুরের শাহরাস্তিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের শাহরাস্তি উপজেলা ও পৌর শাখা আয়োজিত বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগষ্ট) বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠ থেকে বিজয় র্যালীটি শুরু হয়।
বর্নিল সাজে সজ্জিত নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা, চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ছবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ধারণ করেন। র্যালীতে সবার দৃষ্টি কাড়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত এক শিশুর অবয়ব। আবহমান গ্রাম বাংলার চিরায়ত ধানের খেত, কৃষকের পরিচর্যা, ধান কাটা, মাড়াই, বাছাই ও গ্রামীণ পরিবারের বিভিন্ন দৃশ্য আশপাশের মানুষের মন কাড়ে। প্রায় ২শ ফুট দৈর্ঘ্য জাতীয় পতাকার দৃশ্যে গোটা র্যালী পরিনত হয় একটুকরো বাংলাদেশে। দলীয় প্রতিক ও কর্মসূচির নান্দনিক এ পরিবেশনা বাংলাদেশী জাতীয়তাবাদের এক আবহ ফুটিয়ে তোলে এলাকাজুড়ে। র্যালীটি শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাংগা এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।
প্রধান বক্তার বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সাবেক পৌর মেয়র উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো.মোস্তফা কামাল বলেন , শাহরাস্তি-হাজীগঞ্জে আনোয়ার হোসেন খোকনের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি হিসেবে আনোয়ার হোসেন খোকন ভাই আসছে এই বার্তা আজ আপনাদের দিয়ে দিয়েছি। আমি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের অবস্থান পরিবর্তন করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মনির হোসেন মিন্টু মিয়াজী, মোশাররফ হোসেন টুটুল, বিল্লাল হোসেন খোকন, ফখরুল ইসলাম পাটোয়ারী, শামছুল আলম, এহতেশামুল হক সজীব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার,পৌর যুবদলের আহবায়ক তাজুল ইসলাম সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি , ফখরুল ইসলাম, ছাত্রনেতা শাহজাহান সম্রাট, মোবারক হোসেন সোহেল, মহসিন আলম প্রমুখ।ছাত্রদল নেতা আতাহার আহমেদ তানভীর,শাহজাহান সম্রাট,মোঃ মোবারক হোসাইন সোহেল ।
দুপুর ২ টার পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে স্থানীয় নেতাকর্মরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকে । বিকাল সাড়ে ৫ টায় বিজয় র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ যাবতকালের সর্ববৃহৎ র্যালীতে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটেছে বলে নেতাকর্মীরা দাবি করেন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ৯ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur