চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘রায়হান ফ্যাশন হাউস অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর’ পুড়ে ছাই হয়ে গেছে। মোমবাতির আগুন থেকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে গৃদকালিন্দিয়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দোকানের মালিক রায়হান জানান, “রাতে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে দোকানের হিসাব করে বাড়ি চলে যাই। কিছুক্ষণ পর বাজার থেকে ফোন আসে দোকানে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দোকানের প্রায় সব আসবাব, কাপড় ও কিছু প্রসাধনী সামগ্রী নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের দোকানগুলো। সময়মতো ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুল ইসলাম বলেন, ‘রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।’
প্রতিবেদক: শিমুল হাছান/ ৯ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur