গাজীপুরে সন্ত্রাসীদের হাতে প্রকাশ্যে নৃশংসভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে সারা দেশে। এরই অংশ হিসেবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও প্রভাষক মো. মহিউদ্দিন, নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, এস. এম. মিজানুর রহমান, আবদুস সোবহান লিটন, নারায়ণ রবি দাস ও মো. শিমুল হাছান।
সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ মুন্না, এস. এম. ইকবাল, মো. গাজী মমিন, জসিম উদ্দিন, জাহিদুল ইসলাম, ফাহাদ খান, মামুন হোসাইন, মেহেদী হাসান, শামিম হাসান, ফখরুল পাঠান, এফ. এ. মানিক, মো. সাখাওয়াত হোসেন মিন্টুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা তুহিন হত্যাকাণ্ডকে দেশের সাংবাদিকতার জন্য এক ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন—
“দিনেদুপুরে জনবহুল এলাকায় সাংবাদিককে কুপিয়ে হত্যা প্রমাণ করে, দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ভেঙে পড়েছে। সাংবাদিকরা এখন চরম নিরাপত্তাহীনতায়। তুহিন হত্যার বিচার বিলম্বিত হলে এবং হত্যাকারীদের দ্রুত বিচার কার্যক্রম না করা হলে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জের সকল সাংবাদিক একত্রিত হয়ে কঠোর আন্দোলনে যাবে।
সভায় উপস্থিত বক্তারা একমত পোষণ করেন যে, এ ধরনের হত্যাকাণ্ড রোধে সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে, নইলে দেশে মুক্ত সাংবাদিকতা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
প্রতিবেদক:শিমুল হাছান,৯ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur