Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব পৌর বিএনপি নেতা ভিপি জাকিরের সাংবাদিক সন্মেলন
বিএনপি

মতলব পৌর বিএনপি নেতা ভিপি জাকিরের সাংবাদিক সন্মেলন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান ( ভিপি জাকির) এর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক অপপ্রচার করায় তিনি সাংবাদিক সম্মেলন করেন।মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যে প্রনোদিত হয়ে তথ্য প্রচারের মাধ্যমে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে গতকাক রাতে মতলব বাজারস্থ লঞ্চঘাট সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিক সম্মেলন করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান ( ভিপি জাকির) বলেন,আমার বিরুদ্ধে মতলব পৌরসভার ৪ নং ওয়ার্ডের পশ্চিম চরমুকুন্দি কেন্দ্রীয় জামে মসজিদের জায়গা দখল ও উন্নয়ন কাজে বাধা প্রদানের যে অভিযোগ করা হচ্ছে তার সাথে আমার কোন ধরনের সম্পৃক্ততা নেই। সোমবার (৪ আগস্ট)এলাকার কিছু লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্দনদাতাদের পরামর্শে কতিপয় ব্যক্তি আমাদের ছবি দিয়ে ব্যানার বানিয়ে অশালীন স্লোগানের মাধ্যমে মিছিল করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মিথ্যা ও সাজানো তথ্য উপস্থাপনের মাধ্যমে অভিযোগ দেয়। যা সম্পুর্ণ পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্যে প্রনোদিত। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ভিপি জাকির আরো বলেন, মসজিদের জায়গা আমাদের পূর্বপুরুষরা দান করেছেন। শুধুমাত্র মসজিদ নয় স্কুল, মাদ্রাসা এবং কবরস্থানের জায়গায় আমাদের দান রয়েছে। মসজিদে আসা যাওয়ার জন্য শত বছরের পুরনো পথেই আমরা যাতায়াত করে আসছি। কিন্তু অতি উৎসাহী কিছু লোক যাতায়াতের রাস্তা বন্ধ করতে চাইলে আমরা মসজিদ কমিটির কাছে নম্র চিত্তে চলাচলের পথটি সচল রাখার দাবি জানাই। কিন্তু তারা সেটি উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে গেলে বাড়ির লোকজন আদালতের দ্বারস্থ হয়।

ব্যানারে ছবি দিয়ে মিথ্যা অভিযোগে মিছিল করার বিষয়ে ভিপি জাকির বলেন, রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি করা হয়েছে। আদালতে চলমান মামলার বাদি না হয়েও মিথ্যা অভিযোগে আমার রাজনৈতিক পদকে প্রশ্নবিদ্ধ করতে একটি পক্ষের প্ররোচনায় মানহানিকর মিছিল করেছে তারা। আমি তাদের এমন কাজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে চলাচলের রাস্তা এবং মসজিদ উন্নয়নের বিষয়ে প্রশাসনের সুনজর কামনা করছি।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক প্রধান, মেজবাহ উদ্দিন প্রধান, বাদশা প্রধান, সাগর প্রধান, আমিন প্রধানসহ চরমুকুন্দি মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৫ আগস্ট ২০২৫